Studypress News

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক বাংলাদেশের জিকো

06 Jul 2023

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান (জিকো) ছিলেন দুর্দান্ত। কুয়েতের একের পর এক আক্রমণ ব্যর্থ করে দিচ্ছিলেন অবিচল আস্থায়। শুধু কুয়েতের বিপক্ষেই নয়, সাফের গ্রুপ পর্যায়ের তিন ম্যাচেও দারুণ খেলেছেন। চমৎকার নৈপুণ্যের পুরস্কারটা পেয়ে গেলেন হাতে হাতেই। সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান।কুয়েতের বিপক্ষে তাঁর অতিমানবীয় পারফরম্যান্সই এনে দিয়েছে সেরা গোলরক্ষকের পুরস্কার।

সাফে বাংলাদেশের চার ম্যাচে ৫ গোল হয়েছে আনিসুর রহমানের বিপক্ষে। প্রথম ম্যাচে লেবানন ২-০ গোলে হারায় বাংলাদেশকে। এরপর বাংলাদেশ মালদ্বীপকে ৩-১ ও ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফ ফুটবলের সেমিফাইনালে জায়গা করে নেয়। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষে ১০৭ মিনিট আনিসুর রহমান ছিলেন দুর্ভেদ্য প্রাচীর। সেমিতে কুয়েতের গোলের আগে আনিসুর রহমানের বেশ কয়েকটি সেভ হয়ে থাকবে স্মরণীয়।

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে খেলেন আনিসুর রহমান। ২০২০ সালে জাতীয় দলের হয়ে প্রথম খেলেন। দেশের হয়ে খেলেছেন ২৪টি আন্তর্জাতিক ম্যাচ।