Studypress News
সালমান রুশদি পেলেন জার্মান শান্তি পুরস্কার
21 Jun 2023

খ্যাতিমান লেখক সালমান রুশদি জার্মান বুক ট্রেডের মর্যাদাপূর্ণ শান্তি পুরস্কার পেয়েছেন। সাহিত্যকর্ম ও জীবনের প্রতি হুমকি সত্ত্বেও ইতিবাচক মনোভাবের জন্য তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়। ১৯ জুন সালমান রুশদির বয়স ৭৬ বছর পূর্ণ হয়। এই উপলক্ষে তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এক বিবৃতিতে জার্মান বুক ট্রেড কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২২ অক্টোবর ফ্রাঙ্কফুর্ট থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করবেন।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ১৯৮১ সালে মিডনাইটস চিলড্রেন উপন্যাস প্রকাশের মুহূর্ত থেকে সালমান অভিবাসন ও বিশ্বরাজনীতির ব্যাখ্যা দিয়ে সবাইকে বিস্মিত করে চলেছেন। তিনি উপন্যাস ও নন-ফিকশনে (কাল্পনিক নয়, বাস্তবভিত্তিক লেখা) দূরদর্শিতামূলক বর্ণনার মিশ্রণে সাহিত্যে উদ্ভাবন, হাস্যরস ও প্রজ্ঞায় মুনশিয়ানা দেখিয়েছেন। তাঁর কাজ সমাজবিধ্বংসী নিপীড়ক গোষ্ঠীর বর্ণনা দেয়।পুরস্কার কর্তৃপক্ষ সালমান রুশদিকে স্বাধীন চিন্তা ও মতপ্রকাশকারীদের অবিচল রক্ষক হিসেবে আখ্যা দিয়েছে।
উল্লেখ্য, ১৯৪৭ সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সালমান রুশদি। তিনি তাঁর দ্বিতীয় উপন্যাস মিডনাইটস চিলড্রেন-এর জন্য ১৯৮১ সালে বিশ্বসাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার পান।
Important News

Highlight of the week
