Studypress News

রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নোভাক জোকোভিচ

12 Jun 2023

ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে ফাইনালে নরওয়ের কাসপার রুডকে সরাসরি সেটে হারিয়ে ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নোভাক জোকোভিচ। যার অর্থ রাফায়েল নাদালের প্রিয় আঙিনাতেই তাঁকে পেছনে ফেললেন জোকোভিচ।

শুধু পুরুষ টেনিসই কেন, ৩৬ বছর বয়সী জোকোভিচকে হাতছানি দিচ্ছে নারী-পুরুষ মিলিয়েই সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপার রেকর্ড। ২৩তম গ্র্যান্ড স্লাম জিতে ছুঁয়ে ফেললেন সেরেনা উইলিয়ামসকে। পরবর্তী চ্যালেঞ্জের নাম মার্গারেট কোর্ট। অস্ট্রেলিয়ার সাবেক তারকা জিতেছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। এবারের উইম্বলডনেই ছুঁয়ে ফেলতে পারেন কোর্টকে। এরপর ইউএস ওপেনে ফিরে বছরের সবগুলো গ্র্যান্ড স্ল্যাম জয়ের দুর্লভ কীর্তি গড়ে কোর্টকে ছাড়ানোর সুযোগ তো আছেই।


গ্র্যান্ড স্ল্যামে তৃতীয় ফাইনাল খেলা রুড ম্যাচের প্রথম ৩ গেম জিতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত প্রথম সেটটা হারলেন টাইব্রেকারে। তবে টাইব্রেকারে পাত্তাই পাননি রুড, হেরেছেন ১-৭ পয়েন্টে। পরের সেটটা জোকোভিচ জিতে নেন ৬-৩ গেমে। শেষ সেটটাকে রুড ৫-৫ গেম পর্যন্ত নিলেও শেষ দুই গেমে রীতিমতো উড়িয়ে দিয়েই ইতিহাস হয়ে গেলেন জোকোভিচ।