Studypress News
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন উরুগুয়ে
12 Jun 2023

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ইতালিকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড লুসিয়ানো রদ্রিগেজ। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের এটা যুব বিশ্বকাপের প্রথম শিরোপা। দুই বছর পরপর হওয়া এই টুর্নামেন্টে লাতিন আমেরিকান কোনো দল জিতল এক যুগ পর। সর্বশেষ ২০১১ সালে জিতেছিল ব্রাজিল।
১৯৯৭ ও ২০১৩ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি উরুগুয়ে। এবারও তেমন কিছু হয় কিনা সেই শঙ্কা ছিল প্রথমার্ধে।
ম্যাচের প্রথম দিকে উরুগুয়েকে দুবার গোলবঞ্চিত করেন ইতালির গোলরক্ষক সেবাস্তিনো দেসপ্লানচেজ। উরুগুয়ে অধিনায়ক ফাব্রিসিও দিয়াজের দূর থেকে নেওয়া শট আর অ্যান্ডারসন দুয়ার্তের হেড রুখে দেন এই তরুণ।
তবে ম্যাচের শেষ দিকে লুসিয়ানো রদ্রিগেজের হেড আর সামাল দিতে পারেননি। উরুগুয়ের দল লিভারপুল মন্তেভিডিওতে খেলা এই ফরোয়ার্ড কাছ থেকে বল জালে জড়িয়ে দেন।
ম্যাচের শেষ কয়েক মিনিট ছিল উরুগুয়ের জন্য ছিল নিজেদের জাল অক্ষত রাখার লড়াই। গ্রুপপর্বে ইংল্যান্ডের কাছে ৩ গোল ছাড়া আর কোনো ম্যাচে গোল হজম করেনি উরুগুয়ে।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
Important News

Highlight of the week
