Studypress News
ভারতকে হারিয়ে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
11 Jun 2023
টানা দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়েও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া করল ভারত। ৪৪৪ রানের লক্ষ্যে খেলতে নামা ভারতকে ২০৯ রানের হারের লজ্জা দেয় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল প্যাট কামিন্সের দল।
ওভালে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে স্টিভেন স্মিথ ও ট্রাবিস হেডের সেঞ্চুরিতে ৪৬৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ২৯৬ রানে থামে ভারতের ইনিংস। ১৭৩ রানের লিডকে পুঁজি করে দ্বিতীয় ইনিংসে ভারতকে ৪৪৪ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতায় ২৩৪ রানে থামে ভারত।