Studypress News
জাপান ও ভারতের মধ্যে বুলেট ট্রেন চুক্তি
14 Dec 2015

জাপান ও ভারত দু’পক্ষের মধ্যে দিল্লিতে এ চুক্তি সই হয়। ভারতের আহমেদাবাদ এবং মুম্বাই রুটে এ ট্রেন চলাচল করবে।
এ চুক্তি সই এর ফলে এ রুটে যাতায়াতের সময় ৮ ঘন্টা থেকে ২ ঘন্টায় নেমে আসবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুলেট ট্রেন জাপানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এটি ঘণ্টায় ৩২০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ২০০৭ সালে চালুর পর চলতি বছর এপ্রিলে পরিকল্পনায় থাকা ট্রেনটি ঘণ্টায় ৬০০ কিমি ছাড়িয়েছে।
জাপান সরকার বিশ্বের বিভিন্ন দেশে এই বুলেট ট্রেন (শিনকানসেন) রপ্তানি করার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী, জাপানের বাইরে তাইওয়ানের পর ভারত শিনকানসেন চালুর সিদ্ধান্ত নিল।
প্রায় ৯৮০ বিলিয়ন রুপি খরচায় ২০১৭ সালে শুরুর দিকে এ বুলেট ট্রেনটির অবকাঠামোগত কাজ ভারতে শুরু হবে, যা শেষ হতে সময় নেবে ২০২৩ সাল পর্যন্ত।
Important News

Highlight of the week
