ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার ( ১০ জুন) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ১-০ গোলের এই জয় সিটিকে শুধু প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ট্রফিই এনে দিল না, ইউরোপের ইতিহাসে দশম দল হিসেবে ট্রেবলও জিতে গেল সিটি। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে এ কীর্তি এর আগে ছিল শুধু ম্যানচেস্টার ইউনাইটেডের।
প্রথমার্ধের ধীরগতির খেলা ফেলে দ্বিতীয়ার্ধে নিজেদের অনেকটা গুছিয়ে নেয় দুই দল। ৬৮ মিনিটে সিটিজেনদের হয়ে গোল করে ম্যাচ অনেকটাই নিজেদের হাতে নিয়ে নেয় রদ্রি। আর এই গোলেই রচিত হয় ইতিহাস। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জয়ের পাশাপাশি গড়ে ট্রেবল জয়। নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের সঙ্গেই সিটি ঘরে তোলে নিজেদের প্রথম ইউরোপীয়ান ট্রেবল। ইউরোপের ইতিহাসে ১০ম এবং ইংল্যান্ডের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জয়ের এই কীর্তি গড়ে তারা। ট্রেবল জেতা ওপর ইংলশ ক্লাবটি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলশূন্য ভাবেই প্রথমার্ধ শেষ করে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দুই দলই মাঠে নামে নিজেদের খেলায় বদল এনে। আক্রণের ধার বাড়ায় শিরোপা জিততে মুখিয়ে থাকে দুই দলই। ম্যাচের ৫৮ মিনিটে এয়াডারসনকে একা পেয়েও সিটির জালে বল জড়াতে পারেননি ইন্টারের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। আক্রমণ-পাল্টা আক্রমণের খেলায় ম্যাচের ৬৮ মিনিটে দল্গত এক আক্রমণ থেকে নিজেদের একমাত্র গোলটি পেয়ে যায় ম্যানসিটি। পরের সময়টুকু দুই দলই গোলের জন্য আপ্রাণ চেষ্টা করলেও জালের দেখা পায়নি কোনো দলই। ১-০ গোলের জয় নিয়েই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মুকুট মাথায় তোলে ম্যানসিটি।