Studypress News
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় জাতিসংঘের LDC'র পঞ্চম সম্মেলন।
16 May 2023
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘ফ্রম পটেন্সিয়াল টু প্রসপারিটি’।
প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলন হয়। এতে সাধারণত উন্নয়ন-সহযোগী ও এলডিসির শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। এই সম্মেলনে এলডিসির উন্নয়ন এবং উত্তরণে কী ধরনের আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন, সেই বিষয়ে একটি সম্মতিপত্র গৃহীত হয়।
২০১৫ সালে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়েছিল। ২০১৮ সালে বাংলাদেশ প্রথম স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের যোগ্যতা অর্জন করে। ২০২১ সালের ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে, যা স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বলে মনে করা হয়। সম্মেলনে এই গ্রুপের সদস্য রাষ্ট্র হিসেবে এটি ঢাকার শেষ অংশগ্রহণ বলে মনে করা হচ্ছে। কারণ বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ফোরাম থেকে উত্তরণ লাভ করতে যাচ্ছে।