
বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পান অজয় বাঙ্গা
অজয় বাঙ্গা প্রথম ভারতীয়-আমেরিকান এবং শিখ আমেরিকান হিসেবে বিশ্ব ব্যাকের শীর্ষপদে বসতে চলেছেন। ভারতে মহারাষ্ট্রের পুণেতে ১৯৫৯ সালে শিখ পরিবারে জন্মগ্রহণ করেন বাঙ্গা। দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করার পর আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন।
ভারতের নেসলেতে চাকরিজীবন শুরু করেছিলেন বাঙ্গা। কলকাতাতেও ছিলেন। তারপর সিটিগ্রুপের হয়ে ভারত এবং মালয়েশিয়ায় কাজ করেছিলেন তিনি।
ভারতে বড় হয়েছেন বাঙ্গা। তবে ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন। জেনারেল আটলান্টিকের ভাইস-চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। পার্টনারশিপ অফ সেন্ট্রাল আমেরিকার সহ-চেয়ারম্যানও থেকেছেন তিনি। উত্তর-মধ্য আমেরিকায় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কাজ করেছেন।
১২ বছর মাস্টারকার্ডের শীর্ষপদে ছিলেন বাঙ্গা। ২০২১ সালের ডিসেম্বরে অবসরগ্রহণ করেন। ২০২৫ সালের মধ্যে ১০০ কোটি মানুষ এবং ৫০ কোটি ক্ষুদ্র অর্থনীতি ও ছোট ব্যবসাকে ডিজিটাল অর্থনীতির আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন মাস্টারকার্ডের প্রাক্তন সিইও বাঙ্গা।