Studypress News

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৬ ফেব্রুয়ারি ২০২৩ শক্তিশালী ভূমিকম্পের আঘাত!

16 May 2023

৬ ফেব্রুয়ারি ২০২৩ সালে একটি শক্তিশালী ভূমিকম্প গাজিয়ানতেপ শহর থেকে পশ্চিমে তুরস্কের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় রাত ৪:১৭ মিনিটে (১:১৭ ইউটিসি) আঘাত হানে, যার ফলে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। সর্বোচ্চ ৯ম (প্রচণ্ড) মার্কেলি তীব্রতা ও ৭.৮ M মাত্রার এই ভূমিকম্পটি ১৯৩৯ এরজিনজান ভূমিকম্পের সাথে এটি তুরস্কের ইতিহাসের জ্ঞাত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে জায়গা করে নিয়েছে। এই ভূমিকম্পের অনেকগুলো পরবর্তী কম্পন অনুভূত হয় যেগুলোর মধ্যে সর্বোচ্চ কম্পনটির মাত্রা ছিলো ৬.৭ ṃ। এই ভূমিকম্প পরবর্তীতে মৃতের সংখ্যা দীর্ঘ হতে থাকে। এই ভূমিকম্পে মৃতের সংখ্যা দাঁড়ায় অর্ধলক্ষাধিক।

তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন মানুষের সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি। আর সিরিয়ায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এল-মোস্তাফা বেনলামিল জানিয়েছেন, দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এক কোটির বেশি মানুষ। সংস্থাটির আশঙ্কা, দুই দেশে মৃত মানুষের সংখ্যা ৫০ হাজারেরও বেশি |