Studypress News
দেশে ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার
10 Aug 2021
সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্র পাওয়া গেছে। এটি থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস তোলা যাবে বলে আশা করা হচ্ছে। দেশের ২৮তম গ্যাসক্ষেত্র এটি। এখানে মোট ৬ হাজার ৮০০ কোটি ঘনফুট (৬৮ বিসিএফ) গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে। নতুন গ্যাসক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে, তার বর্তমান দাম ১ হাজার ২৭৬ কোটি টাকা।
গ্যাসক্ষেত্রটি আবিষ্কার করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)। শিগগিরই এখানে ত্রিমাত্রিক জরিপ চালানো হবে। এ ছাড়া এখানে আরও তিনটি অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা আছে। এরপর ক্ষেত্রটিতে গ্যাসের মজুত সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
উৎপাদন ও চাহিদার ঘাটতি মেটাতেই এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি যুগান্তকারী ভূমিকা রেখেছে। বাংলাদেশ ৪২তম সদস্য হিসেবে এলএনজি ক্লাবে ঢুকেছে। সামনে গ্যাসের চাহিদা আরও বাড়বে। তাই গ্যাসের সরবরাহ বাড়াতে হবে। বঙ্গোপসাগরে অনুসন্ধান যত দ্রুত শেষ করা যাবে, তত ভালো হবে। এ ছাড়া জ্বালানি সাশ্রয়ে পদক্ষেপ নিতে হবে।