Studypress News

উইম্বলডন জিতে নিলেন জোকোভিচ

12 Jul 2021

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রোববার ফাইনালে মাত্তেও বেররেত্তিনিকে ৬-৭(৪-৭), ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ইতিহাস গড়েন সার্বিয়ান তারকা। উইম্বলডনে এই নিয়ে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হলেন জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে জিতলেন রেকর্ড ২০টি শিরোপা। যে চূড়ায় আগে থেকে আছেন ফেদেরার ও নাদাল।

২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ডটি গড়েছিলেন ফেদেরার। আর গত বছরের ফরাসি ওপেন জিতে তাকে স্পর্শ করেন নাদাল। এবার সেই সারিতে উঠে বসলেন জোকোভিচ।

Wimbledon 2021
অন্যদিকে মহিলা এককের ফাইনালে শনিবার (১০ জুলাই) সেন্টার কোর্টে চেক প্রজাতন্ত্রের প্লিসকোভার বিপক্ষে ১ ঘণ্টা ৫৬ মিনিটের লড়াই ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩ সেটে জিতেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি।

২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন জেতা ২৫ বছর বয়সী ওই তারকার এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এর আগে ২০১৯ সালে তিনি, ফ্রেঞ্চ ওপেনেও জিতেছিলেন।