Studypress News
স্কুল ব্যাংকিং: কান্ট্রি অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ
11 Dec 2015

স্কুল ব্যাংকিং সেবা কার্যক্রমের জন্য ‘চাইল্ড অ্যান্ড ইউথ ফাইন্যান্স ইন্টারন্যাশনালের’ (সিওয়াইএফআই) ‘কান্ট্রি অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশ।
১০/১২/২০১৫ তারিখ বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় লন্ডনে হাউজ অফ লর্ডসে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ বাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিমের হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারনেস ভ্যালেরি জর্জিনা হওয়ার্থ।
উদ্ভাবনী চেষ্টার মধ্য দিয়ে শিশু ও তরুণদের শিক্ষা ও জীবনমানের উন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে প্রতিবছর সাতটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয় নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সিওয়াইএফআই।
এবার ভারত ও ফিজিকে পেছনে ফেলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘কান্ট্রি অ্যওয়ার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে বাংলাদেশ।
Important News

Highlight of the week
