Studypress News
বন্ধ হয়ে গেল হংকংয়ের অ্যাপল ডেইলি পত্রিকা
23 Jun 2021
বন্ধ হয়ে গেছে হংকংয়ের জনপ্রিয় গণতন্ত্রপন্থি পত্রিকা অ্যাপল ডেইলি। মিডিয়া মুঘল জিমি লাইয়ের এই পত্রিকাটির সমস্ত সম্পদ সরকার বাজেয়াপ্ত করার পর প্রকাশনা চালানো অসম্ভব হয়ে পড়ে। এর প্রেক্ষিতে পত্রিকাটির ব্যাংক একাউন্টগুলো খুলে দেয়ার আবেদন জানানো হয়েছিল সরকারের কাছে। কিন্তু তাতে সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়ে পত্রিকাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। একে হংকংয়ে মুক্ত মিডিয়ার প্রতি বিরাট এক আঘাত হিসেবে দেখা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।