Studypress News
চলতি অর্থবছর রপ্তানির লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার নির্ধারণ
06 Jul 2021

চলতি ২০২১-২২ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ৫১ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন ধরনের পণ্য খাতে ৪৩.৫ বিলিয়ন এবং সেবাখাতে ৭.৫ বিলিয়ন ডলার।
এক সংবাদ সম্মেলনে এ লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় লক্ষ্যমাত্রা অর্জনে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানান মন্ত্রী।
ঘোষিত লক্ষ্যমাত্রার মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আসার কথা তিন হাজার ৫১৪ কোটি ডলার। চামড়া ও চামড়াখাতে ১০ বিলিয়ন ডলার, হিমায়িত ও জীবন্ত মাছ রপ্তানিতে ৫০ কোটি ডলার। এভাবে বিভিন্ন হারে অন্যান্য খাতের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দেয়া হয়েছে।
Important News

Highlight of the week
