Studypress News
দেশের প্রথম প্রজাপতি পার্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
11 Dec 2015
প্রাকৃতিক বৈচিত্র্যের আধার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন গড়ে তোলেন দেশের প্রথম ‘প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র’। ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পাশে প্রায় তিন একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই পার্ক ও গবেষণাকেন্দ্র।
এ বিষয়ে অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গড়ে তোলা হচ্ছে এ পার্কটি। বিলুপ্তপ্রায় প্রজাপতিগুলো সংরক্ষণ ও কৃত্রিম প্রজননের মাধ্যমে এদের বংশবৃদ্ধির জন্য প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রটি কাজ করবে।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও পর্যবেক্ষণের জন্য পার্কটি উন্মুক্ত থাকবে। বাইরের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা প্রাণিবিদ্যা বিভাগের অনুমতি সাপেক্ষে পার্কে প্রবেশ করতে পারবেন। অধ্যাপক মনোয়ার ১৯৯৬ সালে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সভাপতি। ১৯৯৯ সালে তিনি জাপানে প্রজাপতির কালার ভিশন, বর্ণ ও মথ নিয়ে গবেষণা করেন। ২০০১ সালে দেশে ফিরে এসেই প্রজাপতি নিয়ে গবেষণা শুরু করেন। তার তত্ত্বাবধানেই ১৭ জন তরুণ গবেষকের সহযোগিতায় গত ১৯ বছরে ৭০টি প্রজাতির প্রজাপতি শনাক্ত হয়েছে।
প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষে তার তত্ত্বাবধানে ২০১০ সালে প্রাণিবিদ্যা বিভাগ প্রথমবারের মতো প্রজাপতি মেলা-২০১০ আয়োজন করে। ১১/১২/২০১৫ তারিখে ৬ষ্ঠ বারের মতো এই মেলা আবারো অনুষ্ঠিত হয়।