Studypress News

২০১৪ সালে ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে শীর্ষ দক্ষিণ কোরিয়া

01 Jan 2014

ইউনাইটেড নেশন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কান্ট্রি স্ট্যাডিজ [ইউএনপ্যাকস] চলতি বছরের জানুয়ারিতে এ জরিপ প্রতিবেদন তৈরির কাজ সম্পূর্ণ করে। প্রতিবেদন মতে, ই-সরকার তথা ডিজিটাল সরকার ব্যবস্থাপনায় পর্যায়ক্রমে শীর্ষ দেশগুলো হচ্ছে কোরিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ফ্রান্স, নেদারল্যান্ড, জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তালিকায় শীর্ষ দেশ কোরিয়ার সূচক হচ্ছে .৯৪৬২ আর বাংলাদেশের সূচক ০.২৭৫৭। বিশ্ব তালিকায় দুই ধাপ অগ্রগতি হলেও এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ নাজুক অবস্থানে রয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপকে [৯৪] টপকে শীর্ষ অবস্থান অর্জন করেছে শ্রীলংকা। দেশটি বিশ্ব তালিকায় আছে ৭৪তম অবস্থানে। এর পরের অবস্থানে রয়েছে মালদ্বীপ ও ভারত। চতুর্থ অবস্থানে উঠে এসেছে ভুটান। দেশটি এবার বিশ্বসূচকে ৯ ধাপ এগিয়েছে। বাংলাদেশের পরের অবস্থানে আছে পাকিস্তান ও নেপাল। আর ই-সরকার ব্যবস্থাপনায় সার্ক অঞ্চলে সবচেয়ে পিছিয়ে আছে আফগানিস্তান। জাতিসংঘ সদস্য ১৯৩টি দেশে এই জরিপ পরিচালনা করেছে। জরিপে দেখা গেছে, মাত্র ৪৬টি দেশের নিজস্ব ডাটা পোর্টাল রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রেক্ষাপটে ই-সরকার বাস্তবায়নে আমাদের আরও অগ্রগতি দরকার ছিল।বিশ্বসূচকে বাংলাদেশ চলতি বছরে রয়েছে ১৪৮তম স্থানে। এর আগে বাংলাদেশ ১৫০তম স্থানে ছিল। ই-গভর্নমেন্ট সার্ভে-২০১৪ শীর্ষক জরিপের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ।