Studypress News

বাংলাদেশের আম বিশ্বে শীর্ষ দশে

16 Jun 2021

বাংলাদেশের আম বিশ্বের আম দরবারে ঠাঁই পেলো। আম উৎপাদনে বিশ্বের সেরা ১০টি দেশের তালিকায় উঠলো বাংলাদেশের নাম। এই তালিকায় শীর্ষে আছে ভারত। ক্রমপর্যায় অনুযায়ী ১০টি দেশ হলো- ভারত, ইন্দোনেশিয়া, চীন, মেক্সিকো, পাকিস্তান, মালবি, ব্রাজিল, থাইল্যান্ড, মিশর ও বাংলাদেশ। বাংলাদেশের ৬টি জেলায় মূলত আম উৎপাদিত হয়। ২০১৯-২০ অর্থবর্ষে বাংলাদেশে ১২ লাখ ২২ হাজার টন আম উৎপাদিত হয়েছে। মোট ২ লাখ ৩৫ হাজার একর জমিতে বাংলাদেশে আম চাষ হয়। প্রতি গাছে গড়ে ৭৭ কিলোগ্রাম আম হয়।

বিগত বছরে বাংলাদেশ আম রপ্তানি করে ১৪ হাজার কোটি টাকা আয় করেছিল। আম ছাড়া বাংলাদেশে এই ফলগুলো উৎপাদিত হয়- কলা, কাঁঠাল, পেয়ারা, আনারস, বরই, জাম্বুরা, লিচু ও আমড়া। আমের পরেই বাংলাদেশে উৎপাদিত হয় কাঁঠাল। বছরে ১০ লাখ টন।