Studypress News

সুইজারল্যান্ডে বাইডেন-পুতিন ঐতিহাসিক বৈঠক

16 Jun 2021

সুইজারল্যান্ডের জেনেভায় প্রথমবারের মতো মুখোমুখি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৬ই জুন বুধবার স্থানীয় সময় বেলা একটায় ভিলা লা গ্রেঞ্জে এই বৈঠক শুরু হয়।

নেতারা কী আলোচনা করেছেন?


শীর্ষ সম্মেলনের আগে উভয় পক্ষই বলেছিলেন যে তাদের সম্পর্ক একেবারে তলানিতে রয়েছে।

মি. পুতিন বন্দী বিনিময়ের বিষয়েও একটি সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন, তিনি বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে আপোষ করা যাবে।

সাইবার-আক্রমণ ইস্যুতে মি. পুতিন রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে রাশিয়ার বেশিরভাগ সাইবার-আক্রমণ যুক্তরাষ্ট্র থেকেই হয়েছে।

পানি বা জ্বালানি শক্তির মতো জটিল অবকাঠামোগুলোকে অবশ্যই হ্যাকিং বা অন্যান্য আক্রমণের বাইরে রাখতে হবে বলে পুতিনকে বলেছেন বাইডেন।

"আমি তার দিকে তাকিয়ে বলেছি যে যদি আপনার তেলক্ষেত্রের পাইপলাইন আটকে কেউ মুক্তিপণ দাবি করে, তখন আপনার কেমন লাগবে?" তিনি আরও বলেন, রাশিয়া এই" মৌলিক নিয়মগুলো" লঙ্ঘন করলে আমেরিকা প্রতিশোধ নেবে।

দুই পক্ষের মধ্যে প্রতিবাদ করার অধিকারসহ মানবাধিকার ইস্যুতে তীব্র মতভেদ ছিল।

মি. পুতিন সম্প্রতি নাভালনি ইস্যুতে মার্কিন উদ্বেগকে উড়িয়ে দিয়েছেন, নাভালনি সম্প্রতি ২৪ দিনের অনশন করছেন বলে জানা গেছে।

তিনি বলেছেন যে, নাভালনি আইন অগ্রাহ্য করেছেন এবং তিনি জানতেন যে জার্মানিতে চিকিৎসা করার পরে রাশিয়ায় ফিরে এলে তিনি কারাবন্দী হবেন।

নাভালনি বলেছিলেন যে মি. পুতিনের আদেশে তাকে নার্ভ এজেন্ট বিষ প্রয়োগ করা হয়েছিল - যদিও মি. পুতিন ওই অভিযোগ অস্বীকার করেন।

পুতিন বলেছিলেন যে রাশিয়া তার অঞ্চলে ক্যাপিটল হিল দাঙ্গা বা ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের মতো অশান্ত পরিস্থিতি চায় না।

ব্ল্যাক লাইভস ম্যাটার সম্পর্কে মি. পুতিনের মন্তব্যকে "হাস্যকর" বলে উড়িয়ে দেন মি. বাইডেন এবং তিনি বলেন যে মানবাধিকার "সবসময় আলোচনার টেবিলে থাকবে"।

রাশিয়া কেন যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করতে চাইবে - জানতে চাইলে মিস্টার বাইডেন বলেন, এটি "রাশিয়া এখন খুব, খুব কঠিন একটি জায়গায় আছে"।

জেনেভা ত্যাগ করার আগে সাংবাদিকদের বাইডেন আরও বলেন, "চীন রাশিয়াকে পিষে ফেলেছে। তারা এখন বড় শক্তি হিসাবে থাকতে মরিয়া।"

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্টকে এক রিপোর্টার প্রশ্ন করেন যে তিনি পুতিনকে বিশ্বাস করেন কিনা। এর জবাবে মি. বাইডেন মাথা নাড়েন।

তবে হোয়াইট হাউস একটি তাৎক্ষণিক বার্তায় জানিয়েছে যে মি. বাইডেন "খুব স্পষ্টভাবে কোনও প্রশ্নের কোনও উত্তর দেন নি, তবে সংবাদমাধ্যমের সামনে সাধারণভাবেই মাথা নেড়েছেন।"

যখন সিএনএন-এর একজন সাংবাদিক জিজ্ঞাসা করেন যে মি. বাইডেন কেন বিশ্বাস করেছিলেন যে মি. পুতিন তার আচরণ পরিবর্তন করতে পারেন, মার্কিন প্রেসিডেন্ট এতে বেশ বিরক্ত হয়ে বলেন, "আপনি যদি তা বুঝতে না পারেন, তবে আপনি ভুল জায়গায় কাজ করছেন।"

বিবিসির মস্কোর সংবাদদাতা সারা রেইনসফোর্ড বলেছেন, মিঃ পুতিন একাধিকবার বোঝাতে চেয়েছেন যে রাশিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ - একটি গুরুত্বপূর্ণ দেশ, আমেরিকার তুলনায় তাদের অর্থনীতি ছোট হলেও, অন্যান্য ক্ষেত্রে রাশিয়ার যথেষ্ট গুরুত্ব থাকান কারণেই মি. বাইডেন আলোচনায় এসেছেন।

এই শীর্ষ সম্মেলনের কি লাভ হবে? আমি মনে করি যে জো বাইডেন একটি সফলতা দেখতে পাবেন কারণ এই বৈঠকে প্রায় সব ইস্যুতে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে।

আমি মনে করি মি. বাইডেন - তার দেশের মানুষের কাছে প্রমাণ করতে চেয়েছেন যে 'আমেরিকা ফিরে এসেছে' যার অর্থ 'আমি ডোনাল্ড ট্রাম্প নই'।

আর আমি মনে করি যে তিনি তার সংবাদ সম্মেলনে সেই বিষয়টি তুলে ধরতে চেয়েছেন।

তিনি বলেছেন: " মানবাধিকার, সাইবার হামলাসহ যাবতীয় ইস্যুতে রাশিয়া যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে না যায় তাহলে যুক্তরাষ্ট্র তাদের প্রতিক্রিয়া জানাবো।"

তবে তিনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, কেমন প্রতিক্রিয়া জানাবেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

আর আমি নিশ্চিত মি. পুতিন মস্কোতে ফিরে গিয়ে চিন্তাভাবনা করবেন: "ঠিক আছে, তিনি এসব কথা বলেছেন তবে তিনি এ নিয়ে কী করতে যাচ্ছেন?"

মি. পুতিন পশ্চিমা নেতাদের আগেও দেখেছেন। সম্ভবত তিনি ভাবছেন যে মি. বাইডেন আমেরিকার অন্য প্রেসিডেন্টদের চেয়ে আলাদা।