Studypress News
ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়ে ৫২ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন জোকোভিচ
02 Jul 2021

৫২ বছরের পুরনো ইতিহাসকে রবিবার রাতে রোলাঁ গারোর মঞ্চে ফিরিয়ে আনলেন সার্বিয়ান নোভক জোকোভিচ। এ বারের ফ্রেঞ্চ ওপেন জেতার ফলে, সব গ্র্যান্ড স্লামই অন্তত দু'বার করে জিতে ফেললেন জোকার। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন শুধুমাত্র রয় এমার্সন এবং রড লেভার। সেই রেকর্ডই রবিবার রাতে স্পর্শ করলেন জোকার। ১৯৬৯ সালে রড লেভার শেষ বার এই রেকর্ড করেছিলেন। তার পরে ফের ২০২১ সালে এই রেকর্ড করলেন জোকোভিচ।
দু'সেটে পিছিয়ে থাকার পরেও অসাধারণ প্রত্যাবর্তন করে ৬-৭ ((৬/৮)), ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪-এ চিচিপাসকে হারিয়ে গ্রিসের স্বপ্ন ভাঙলেন জোকোভিচ।
মেয়েদের এককে চ্যাম্পিয়ন বারবোরা ক্রেইচিকোভা
অবাছাই হিসেবে সুযোগ পেয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনে। সবাইকে ছাপিয়ে নারী এককের শিরোপা জিতে নিয়েছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভা। রোলাঁ গারোঁয় শনিবারের ফাইনালে ক্রেইচিকোভা ৬-১, ২-৬, ৬-৪ গেমে হারিয়েছেন রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেনকোভাকে।
প্রসঙ্গত ফ্রেঞ্চ ওপেন অথবা টুরনই ডা রোল্যাঁ গ্যাঁরো একটা বড় টেনিস টুর্নামেন্ট যা মে মাসের শেষ ও জুন মাসের শুরুতে দুই সপ্তাহব্যাপী ফ্রান্সের প্যারিসে স্টাডে রোল্যাঁ গ্যাঁরোতে অনুষ্ঠিত হয়।
Important News

Highlight of the week
