Studypress News
জাহিদ কুরাইশি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ফেডারেল বেঞ্চে প্রথম মুসলিম বিচারক
11 Jun 2021
২৪৪ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম কোন মুসলিম আমেরিকান 'ফেডারেল জাজ' হিসেবে নিয়োগ পেয়েছেন। সিনেট জাহিদ কুরাইশিকে নিউজার্সির 'ডিস্ট্রিক্ট জাজ' হিসেবে ভোট দিলে এই ইতিহাস রচিত হয়।
সিএনএন জানিয়েছে- পাকিস্তানি বংশোদ্ভুত জাহিদ কুরাইশি এর আগে প্রথম এশিয়ান-আমেরিকান হিসেবে নিউ জার্সির ফেডারেল বেঞ্চে দায়িত্ব পালন করার গৌরব অর্জন করেন।
ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন বৃহস্পতিবার এক মন্তব্যে বলেন, কুরাইশির রয়েছে চমৎকার পাবলিক সার্ভিস ক্যারিয়ার। তিনি উল্লেখ করেন যে, জাহিদ "পাকিস্তানি অভিবাসীর ছেলে"।
এর আগে মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কুরাইশিকে মনোনয়নে তার ইচ্ছার কথা ঘোষণা করেন।
এনবিসি জানিয়েছে, কুরাইশির জন্ম নিউইয়র্কে হলেও তিনি বেড়ে উঠেছেন নিউজার্সিতে। সেখানে তিনি আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। নাইন ইলেভেনের পর তিনি সামরিক বাহিনীতে যোগ দেন।।