Studypress News
করোনার ভারতীয় প্রজাতির নতুন নামকরণ করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
15 Jun 2021
বিশ্বজুড়ে ইতিমধ্যেই আলোড়ন ফেলে দিয়েছে কোভিডের ভারতীয় স্ট্রেন । হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ, মৃত্যুর হারও হতাশাজনক। এবার সেই ভারতীয় প্রজাতির নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিজ্ঞানীরা ভারতে পর পর দুটি স্ট্রেনের সন্ধান পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দুটি স্ট্রেনের প্রথমটির নাম দিয়েছে কাপ্পা। গ্রিক বর্ণমালার দশম বর্ণের নামে এটির নামকরণ করা হয়েছে। দ্বিতীয়টির নাম দিয়েছে ডেল্টা। এই নামকরণ করা হয়েছে গ্রিক বর্ণমালার চতুর্থ বর্ণের নামানুসারে।
এমনিতে চিকিত্সা বিজ্ঞানের ভাষায় ভারতীয় দুই প্রজাতিকে বলা হচ্ছে বি.১.৬১৭.১। যার পোশাকি নাম কাপ্পা। অন্যদিকে দ্বিতীয় অর্থাত্ ভারতে করোনা মহামারীর ভয়াবহতা ছড়ানো প্রজাতি বি.১.৬১৭.২, সাধারণের জন্য যাকে ডেল্টা নামে ডাকা হচ্ছে। গত সেপ্টেম্বরে বৃটেনে যে প্রজাতি পাওয়া যায়, তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রজাতির নাম ‘বিটা’ এবং ব্রাজিলে যে প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে তার নাম রাখা হয়েছে ‘গামা’। বলা বাহুল্য, এই বি.১.৬১৭.১ ও বি.১.৬১৭.২ নামে বিজ্ঞানীদের কাছে করোনার প্রজাতি চিহ্নিত হলেও আপামর বিশ্ববাসীর কাছে এই নাম সংখ্যা ছাড়া আর কিছুই নয়। সেকারণেই গ্রিক বর্ণমালা অনুসারে ভারতে পাওয়া করোনার প্রথম প্রজাতির নাম হল কাপ্পা। দ্বিতীয়টিকে ডেল্টা নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO এর তরফে COVID-19 এর টেকনিক্যাল প্রধান ড. মারিয়া ভ্যান কেরকোভ জানিয়েছেন, এই লেবেলগুলি কিন্তু ভ্যারিয়েন্টের যে বৈজ্ঞানিক নাম রয়েছে সেগুলিকে প্রতিস্থাপন করবে না। বৈজ্ঞানিক নামগুলি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করবে। গবেষণার কাজেও ওই নামই ব্যবহৃত হবে। কিন্তু কোভিডের ভ্যারিয়েন্টগুলিকে কখনই কোনও দেশের নামে নামাঙ্কিত হয়ে সেই দেশকে কলঙ্কিত করা উচিত নয়। তাই এই নতুন নামের সাহায্য নেওয়া হয়েছে। SARS-CoV-2 জেনেটিক বংশের নামকরণ গ্রিক অক্ষরে রাখলে অবৈজ্ঞানিক ক্ষেত্রে আলোচনা করা সহজ এবং কার্যকর হবে।