Studypress News
একনজরে ২০২১-২২ অর্থবছরের বাজেট
29 Jun 2021
জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ৩ জুন বিকেলে তিনি এ বাজেট উপস্থাপন শুরু করেন।
দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫০তম বাজেট এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট।
এবারের বাজেটে একনজরে আলোচিত বিষয় সমুহ-
- বাজেটের আকার: ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা
- রাজস্ব লক্ষ্যমাত্রা: ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা
- ঘাটতি: ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা জিডিপি'র ৬.২ শতাংশ।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি: ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
- প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা: ৭ দশমিক ২ শতাংশ
- মূল্যস্ফীতি: ৫ দশমিক ৩ শতাংশ
- করমুক্ত আয়ের সীমা: বার্ষিক ৩ লাখ টাকা
- করোনা মোকাবিলা: ১০ হাজার কোটি টাকার তহবিল
- ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস আসবে: ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস হতে ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা
- অভ্যন্তরীণ উৎস: ব্যাংক ব্যবস্থা হতে সংগৃহীত হবে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক-বহির্ভূত খাত হতে আসবে ৩৭ হাজার ১ কোটি টাকা।
- প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৭১ হাজার ৯৫১ কোটি টাকা
- মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে।
- কর দিতে হবে না ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের।
- গ্রামে বাড়ি করতে গেলেও কর দিতে হবে ।
- স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।
- গুড়ো দুধ, বাদাম, সব ধরণের মাংস, মাশরুম, খনিজ লবন, বিদেশি বিস্কুট, চুইংগাম,বিদেশী গাজর- টমটোসহ সব বিদেশি ফল, বিড়ি, সিগেরেট, জর্দা, তামাক, লুব্রিকেটিং ওয়েল, খনিজ তেল, গাড়ি, মোবাইল ফোন, বিমানের কাচ, লঞ্চের কেবিন ভাড়া, সাবান, থিম পার্কের রাইড, টাইলস, স্যানিটারিওয়্যার ও বিদেশি রড ও সমজাতীয় পণ্যের দাম বাড়ছে।
- দাম কমবে দেশীয় ফ্রিজ, গাড়ির যন্ত্রাংশ, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেক্ট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেক্ট্রিক ওভেন।
- তৃতীয় লিঙ্গের মানুষকে চাকরি দিলে করছাড়।
- মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার, গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর।
- উন্নয়নমূলক খাতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র’।
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট বরাদ্দ ১১২১ কোটি ৬০ লাখ টাকা।