Studypress News
এক নজরে ইউরোপীয় ক্লাব ফুটবলের ফলাফল
25 May 2021
শেষ হল ২০২০-২১ ইউরোপের ক্লাব ফুটবল মৌসুম। এক নজরে শীর্ষ পাঁচ লিগের ফলাফল দেখে নেওয়া যাক -
এক নজরে প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড)
- চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি
- ইউরোপা লিগ লেস্টার সিটি, ওয়েস্ট হাম, টটেনহাম
- সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন (টটেনহাম), ২৩টি
- সেরা গোলরক্ষক এদেরসন (ম্যানচেস্টার সিটি), ১৯ ক্লিন শিট
এক নজরে লা লিগা (স্পেন)
- চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ
- চ্যাম্পিয়নস লিগ আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া
- সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি (বার্সেলোনা), ৩০টি
- সেরা গোলরক্ষক ইয়ান ওবলাক (আতলেতিকো), ম্যাচপ্রতি গোল খেয়েছেন ০.৬৬
এক নজরে বুন্দেসলিগা (জার্মানি)
- চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
- চ্যাম্পিয়নস লিগ বায়ার্ন মিউনিখ, লাইপজিগ, বরুসিয়া ডর্টমুন্ড, ভলফসবুর্গ
- সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডফস্কি (বায়ার্ন মিউনিখ), ৪১টি
- সেরা গোলরক্ষক পিটার গুলাসি (লাইপজিগ), ১৫ ক্লিন শিট
এক নজরে সিরি ‘আ’ (ইতালি)
- চ্যাম্পিয়ন ইন্টার মিলান
- চ্যাম্পিয়নস লিগ ইন্টার মিলান, এসি মিলান, আতালান্তা, জুভেন্টাস
- সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো (জুভেন্টাস), ২৯টি
- সেরা গোলরক্ষক দোন্নারুম্মা (মিলান), হান্দানোভিচ (ইন্টার মিলান), ১৪টি ক্লিন শিট
এক নজরে লিগ ‘আ’ (ফ্রান্স)
- চ্যাম্পিয়ন লিল
- চ্যাম্পিয়নস লিগ লিল, পিএসজি, মোনাকো
- সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), ২৭টি
- সেরা গোলরক্ষক মাইক মাইনান (লিল), ২১টি ক্লিন শিট