Studypress News

প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে মহেশখালীতে তেল খালাসের স্টেশন প্রকল্প

10 Dec 2015

‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক এই প্রকল্পের আওতায় মহেশখালীতে তেল খালাসের স্টেশন তৈরি করা হবে।সেখান থেকে সমুদ্রের তলদেশ ও উপকূলীয় এলাকার ২২০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে ওই জ্বালানি তেল সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসা হবে।

আমদানি করা জ্বালানি তেল নিরাপদ ও স্বল্প ব্যয়ে খালাস করতে প্রায় ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন তেল খালাসে ৫ হাজার কোটি টাকার প্রকল্প ৮/১২/২০১৫ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন করেছে।

এ প্রকল্পটি বাস্তবায়িত হবে চীনা ঋণে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৯৩৬ কোটি টাকা। চায়না এক্সিম ব্যাংক ঋণ হিসেবে সরবরাহ করবে ৩ হাজার ৯০৩ কোটি টাকা; সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৯২০ কোটি ৮৭ লাখ টাকা। বাকি প্রায় ১১২ কোটি টাকার আসবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব তহবিল থেকে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “বর্তমানে আমদানিকৃত জ্বালানি তেলের একটি জাহাজ খালাস করতে প্রায় ১১দিন সময় লাগে। কারণ যেসব বড় জাহাজে করে তেল আসে তা কর্ণফুলী নদীতে প্রবেশ করতে পারে না। ওই জাহাজ গভীর সমুদ্রে রেখে লাইটারেজ ভেসেল নিয়ে বন্দরে আনা হয়। এতে ব্যয় ও সময় দুটোই অনেক বেশি হয়। প্রকল্পটি বাস্তবায়নের পর মাত্র দুই দিনে একটি জাহাজ খালাস করা সম্ভব হবে।”

তেল খালাসের জন্য যে দুটি পাইপলাইন স্থাপন করা হবে তার একটি দিয়ে পরিশোধিত তেল এবং অন্যটি দিয়ে অপরিশোধিত তেল রিফাইনারিতে আসা হবে বলে জানান তিনি।