Studypress News
একনজরে অস্কার ২০২১
28 Apr 2021
বিশ্বে মহামারি পরিস্থিতি শোচনীয়। যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। তবু যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এ অনুষ্ঠিত হলো চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আসর ৯৩তম অস্কার। গোল্ডেন গ্লোব, বাফটার মতো অস্কারও এবার আয়োজিত হলো ছোট পরিসরে।
আয়োজক, মনোনীত সদস্য ও তাঁদের নিকটাত্মীয় ছাড়া মাত্র ১৭০ জন ভাগ্যবান দর্শক সরাসরি উপভোগ করেছেন এই আয়োজন। অস্কারের মূল অনুষ্ঠানের আগে ও পরে রেড কার্পেটের ভিড় খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে তা হয়নি। চুপিসারে স্বাস্থ্যবিধি মেনে একাডেমি কর্তৃপক্ষের নিজস্ব আলোকচিত্রীদের নিয়েই সেটি সম্পন্ন হয়েছে।
সেরা সিনেমা: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মোসিয়েহ)
সেরা সহ-অভিনেত্রী: ইয়া-জাং উন (মিনারি)
সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মোসিয়েহ)
সেরা এনিমেটেড সিনেমা: সোল
সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম
ভিজ্যুয়াল ইফেক্ট: টেনেট
সিনেমাটোগ্রাফি: মাঙ্ক
সম্পাদনা: সাউন্ড অব মেটাল
প্রোডাকশন ডিজাইন: মাঙ্ক
শব্দ: সাউন্ড অব মেটাল
সেরা আন্তর্জাতিক সিনেমা: অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা প্রামাণ্যচিত্র: কোলেট
প্রামাণ্যচিত্র ফিচার: মাই অক্টোপাস টিচার
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স
অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইফ এনিথিং হ্যাপেনস, আই লাভ ইউ
সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিজিং ইয়াং ওম্যান
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন
অরিজিনাল স্কোর: সোল
কস্টিউম ডিজাইন: মা রেইনি’স ব্ল্যাক বটম