Studypress News

টাইম ম্যাগাজিনঃ পারসন অব দ্য ইয়ার

10 Dec 2015

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০১৫ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে এই নির্বাচনের ক্ষেত্রে ইউরোপে শরণার্থী সংকট এবং গ্রিসের ঋণ নিয়ে সংকট মোকাবেলায় মেরকেলের ভূমিকার কথা উল্লেখ করেছে ।  

টাইমের সম্পাদক ন্যান্সি গিবস বলেন “মেরকেল অবিচলিতভাবে এমন এক বিশ্বে নৈতিক নেতৃত্ব দিয়েছেন, যেখানে এর অভাব রয়েছে।”

মেরকেল টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার খবরের প্রতিক্রিয়ায় তার মুখপাত্র স্টেফান সিবট বলেন, “আমি নিশ্চিত চ্যান্সেলর এটাকে তার কাজের অনুপ্রেরণা হিসেবে নেবেন।”

নভেম্বর, ২০১৫ -তে চ্যান্সেলর হিসেবে ১০ বছর পূর্তি উদযাপন করেছেন মেরকেল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধকবলিত এলাকা থেকে যাওয়া হাজারো শরণার্থী গত অগাস্টে হাঙ্গেরিমুখী হলে মানবিক সংকটের ঝুঁকি দেখা দেয়। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় দেওয়া সংক্রান্ত বিধান স্থগিত করে এই শরণার্থীদের জার্মানিতে ঢুকতে দেন মেরকেল।

এ তালিকায় মেরকেলের পরে জঙ্গি গোষ্ঠী আইএসের নেতা আবু বকর আল-বাগদাদী এবং তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে।