Studypress News
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১০ জন
25 Jan 2021

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুরস্কারপ্রাপ্ত ১০ কবি-লেখকের নাম ঘোষণা করেন।
২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি-লেখকেরা হলেন:
- কবিতায় মুহাম্মদ সামাদ,
- কথাসাহিত্যে ইমতিয়ার শামীম,
- প্রবন্ধ/গবেষণায় বেগম আকতার কামাল,
- অনুবাদে সুরেশরঞ্জন বসাক,
- নাটকে রবিউল আলম,
- শিশুসাহিত্যে আনজীর লিটন,
- মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম,
- বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়,
- আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ফেরদৌসী মজুমদার, ফোকলোর সাহিত্যে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।
সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্ত কবি–লেখকদের নাম ঘোষণা করে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।’
প্রসঙ্গত, ১৯৬০ সালে প্রবর্তিত হয়ে এ পর্যন্ত তিন শতাধিক লেখক এ পুরস্কারে ভূষিত হয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে একাডেমির সচিব এ এইচ এম লোকমান, কবি পিয়াস মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Important News

Highlight of the week
