Studypress News
যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন ধরন
24 Dec 2020

যুক্ত্যরাজ্যে নতুন করে ছড়িয়ে পড়া করোনার নতুন স্ট্রেইন - বিশিষ্ট করোনা ভাইরাস জনসাধারণের উদ্বেগের কারণ বাড়িয়ে তুলেছে। ব্রিটিশ সরকার এবং বিশেষজ্ঞরা মোটামুটি নিশ্চিত এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। করোনার নতুন স্ট্রেইন আরও অন্তত চারটি দেশে শনাক্ত হয়েছে।
যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র উদ্বেগ প্রকাশ করে বলেন, রূপান্তরিত করোনাভাইরাসটি আগের ভাইরাসের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক এবং তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত দুরূহ। তবে আশার কথা শুনিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বলেছেন, করোনার এই স্ট্রেইনের বিরুদ্ধেও ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা কার্যকর।
তিনটি কারণে এই স্ট্রেইনটি সবার দৃষ্টি আকর্ষণ করছে:
- এটি ভাইরাস এর অন্য সংস্করণ গুলো কে প্রতিস্থাপিত করার ক্ষমতা রাখে
- এটির রূপান্তর ভাইরাস এর কিছু অংশে পরিবর্তন আনে , যেটা গুরুত্বপূর্ণ
- এটি মানুষের দেহের কোষে ভাইরাস সংক্রমণ করার ক্ষমতা বাড়িয়ে দেয়
বিষয়গুলো সম্পর্কে বিশেষজ্ঞরা যদিও পুরোপুরি নিশ্চিত না তবে উপযুক্ত পরিবেশ পেলে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
ভাইরাস এর সংক্রমণ কমিয়ে আনতে লন্ডন এ এরই মধ্যে চতুর্থ পর্যায়ের বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে নতুন এই ভ্যারিয়েন্ট যে দুইজন এর মধ্যে পাওয়া গেছে তাদের পরিচিত লোক দক্ষিণ আফ্রিকা তে ভ্রমণ করতে গিয়েছিলো এবং ভ্যারিয়েন্ট এর আবিষ্কার প্রথমে দক্ষিণ আফ্রিকাতেই হয়েছিল।
Important News

Highlight of the week
