Studypress News
বিশ্বের ২য় দেশ হিসেবে চাঁদের মাটিতে নিজেদের পতাকা উড়িয়েছে চীন
08 Dec 2020
বিশ্বের ২য়_দেশ হিসেবে চাঁদের মাটিতে নিজেদের পতাকা উড়িয়েছে চীন। তাদের পাঠানো রোবোটিক যান চ্যাং’ই-৫ । ১ ডিসেম্বর চাঁদে অবতরণ করে। ৫০ বছর আগে ১৯৬৯ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের গায়ে এভাবে পতাকা উরিয়েছিল যুক্তরাষ্ট্র। চিনের মহাকাশবিজ্ঞানীরা জানিয়েছেন, এই চন্দ্রাভিযান সফল হলে চার দশকের মধ্যে এই প্রথম কোনও মহাকাশচারী ছাড়া শুধু যন্ত্রের মাধ্যমেই চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহের কাজে সফল হবে চিন।চিনের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উড়ে যায় চন্দ্রযানটি। চিনের চন্দ্রদেবতার নামানুসারে এই যানটির নাম রাখা হয়েছে চ্যাং’ই-৫। জানা গিয়েছে, চ্যাং’ই-৫ চাঁদের কক্ষপথে প্রবেশ করার পরে তা থেকে দুটি রোবোটিক যন্ত্র অবতরণ করেছে চাঁদে।অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই মহাকাশযানকে বর্তমানে পৃথিবী থেকেই রেডিও সিগন্যালের মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন চিনের মহাকাশ বিজ্ঞানীরা। এর পরে একটি যন্ত্র চাঁদের মাটি খুঁড়বে। আর অন্য যন্ত্রটি সেই খোঁড়া অংশ থেকে নমুনা সংগ্রহের কাজ করবে। এর পরে কক্ষপথে দাঁড়িয়ে থাকা চন্দ্রযান মারফত সেই নমুনা পৃথিবীতে পাঠিয়ে দেবে তারা। চিনের মঙ্গোলিয়া অঞ্চলে সেই নমুনা নিয়ে চলবে আরও গবেষণা।