Studypress News
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন থমাস বাখ
02 Dec 2020
দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন থমাস বাখ। আজ সংস্থাটি এই তথ্য জানিয়েছে। আগামী মার্চে এথেন্সে আইওসির অধিবেশনে ৬৬ বছর বয়সি জার্মান আইনজীবির দ্বিতীয় এবং শেষ বারের দায়িত্ব গ্রহনের বিষয়টি চুড়ান্ত হবে। ২০১৩ সালে ৮ বছরের জন্য অলিম্পিক প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাখ। বেলজিয়ান সংগঠক জ্যাক রগের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহন করেন। পুনঃনির্বাচিত হলে বাখের মেয়াদ শেষ হবে প্যারিস অলিম্পিকের এক বছর পর ২০২৫ সালে। টোকিও ২০২০ অলিম্পিক শেষ হবার পর শুরু হবে আইওসির পরবর্তী সভাপতি নির্বাচনের কার্যক্রম। পরিবর্তিত সূচি অনুযায়ী টোকিও গেমস ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।