Studypress News
বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টি শুরু
24 Nov 2020
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাচ্ছে পাঁচ দল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। ২৪ নভেম্বর বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই প্রতিযোগিতার। লিগ পর্বে প্রত্যেক দল একে অন্যের সঙ্গে দুইবার মুখোমুখি হবে, বিরতি থাকবে একদিন করে। এরপর এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের পর ১৮ ডিসেম্বর পর্দা নামবে বিসিবির আয়োজিত কুড়ি ওভারের প্রতিযোগিতাটি।২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে প্রতিদিন দুটি করে ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা ও নাজমুল হোসেন শান্ত’র মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহর জেমকন খুলনা ও তামিম ইকবালের ফরচুন বরিশাল।