Studypress News

নিজস্ব প্রযুক্তিতে তৈরি আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত

16 Nov 2020

‘কুইক রিঅ্যাকশন সারফেস-টু-এয়ার’ (কিউআরএসএএম) ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল ভারত। শুক্রবার বিকেল ৩.৫০ মিনিটে ওড়িশার চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ(আইটিআর) থেকে এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়।

কিউআরএসএএম-এর সফল উৎক্ষেপণ ভারতের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে এক নতুন মাত্রা যোগ করল বলে দাবি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ডিআরডিও)-এর। সংবাদ সংস্থা এএনআই এই সংক্রান্ত একটি ভিডিয়ো প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, উৎক্ষেপণের মাত্র ৮ সেকেন্ডের মধ্যে লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে আঘাত করেছে  ক্ষেপণাস্ত্রটি। ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ ২৫-৩০ কিলোমিটার।