Studypress News
যুক্তরাষ্ট্রকে আয়রন ডোম রাডার দিল ইসরাইল
16 Nov 2020
ইসরাইল প্রথমবারের মতো দুটি আয়রন ডোম মিজাইল ডিফেন্স রাডার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। ২০১৯ সালের আগস্টে করা চুক্তি অনুসারে সম্প্রতি এই দুটি মাল্টি-মিশন রাডার (এমএমআর) যুক্তরাষ্টের সেনাবাহিনীকে হস্তান্তর করেছে ইসরাইল।ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা ইলটিএ অত্যাধুনিক ওই এমএমআরগুলো তৈরি করেছে। সামরিক এ অস্ত্রের পরবর্তী চালান আগামী বছরের ফেরুয়ারিতে যুক্তরাষ্ট্রকে সরবরাহ করা হবে ।