Studypress News
মিয়ানমারের সাধারণ নির্বাচনে ‘ বিজয়ী সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডি।
11 Nov 2020
মিয়ানমারে সাধারণ নির্বাচনের ভোটগণনা চলছে এখনও। পুরো ফলাফল ঘোষণা করা হয়নি। কিন্তু ক্ষমতাসীন অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আবারও জয়ী হতে যাচ্ছে বলে পূর্বাভাস মিলছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
রোহিঙ্গা গণহত্যার অভিযোগে অং সান সু চির গণতান্ত্রিক সরকার জনগণের মধ্যে জনপ্রিয়তা ধরে রাখতে পারলেও বিদেশে সুনামে ধস নেমেছে। আর সেই কারণে এবারের নির্বাচনকে সু চির জন্য গণভোট হিসেবে দেখা হচ্ছে।সু চির দল এনএলডির মুখপাত্র মায়ো নিয়ান্ত সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২২টির বেশি আসনে জয় পেয়েছে তাঁর দল। দেশব্যাপী ভোটকেন্দ্রে নিয়োজিত দলের এজেন্টের দেওয়া তথ্যমতে এই খবর পাওয়া গেছে। তবে তিনি প্রাপ্ত আসনসংখ্যা নির্দিষ্ট করতে পারেননি। তিনি আরও বলেন, ২০১৫ সালে ৩৯০টি আসনে জয় পেয়েছিল তাঁর দল। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাবে। এবারও নিরঙ্কুশ জয় পেতে চলছে তাঁর দল।