Studypress News
২২ কোম্পানির মাধ্যমে চলবে ঢাকার বাস সার্ভিস
11 Nov 2020
রাজধানীর ২৯১ রুটের গণপরিবহনগুলোকে ৪২টি রুটে আনার কাজ চলছে। এসব রুটে আড়াই হাজার বাস মালিকের সমন্বয়ে গঠিত ২২টি কম্পানির আওতায় সাড়ে চার হাজার বাস চলবে। একই সঙ্গে পাশের জেলাগুলো থেকে আসা বাস রাজধানীর বাইরে নির্মাণ করা টার্মিনালে অবস্থান করবে। এতে যানজট কমার পাশাপাশি রাজধানীতে বাড়তি গাড়ির চাপ কমে আসবে।
এর জন্য রাজধানীর যানজট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং মহানগর পুলিশ। নতুন এ উদ্যোগের শিরোনাম ‘বাস সার্ভিসেস রোড রি-স্ট্রাকচারিং অ্যান্ড ক্লাস্টারিং’।