Studypress News
নাগোর্নো-কারাবাখ যুদ্ধ বন্ধে তিন দেশের চুক্তি স্বাক্ষর
10 Nov 2020

নাগোর্নো-কারাবাখের ছয় সপ্তাহ ধরে চলা সংঘর্ষ বন্ধে চুক্তি স্বাক্ষর করেছে আজারবাইজান,আর্মেনিয়া ও রাশিয়া।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিয়ান। নাগোর্নো-কারাবাখের বিরোধপূর্ণ এলাকা নিয়ে সামরিক সংঘাত অবসানে শান্তি চুক্তি করেছে আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়া।আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এ চুক্তিকে তার এবং তার জনগণের জন্য 'খুবই বেদনাদায়ক' বলে আখ্যায়িত করেছেন।
আজারবাইজান এবং আর্মেনিয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে প্রায় ছয় সপ্তাহ লড়াইয়ের পর এ চুক্তি হলো।অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত কিন্তু ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়ার নৃগোষ্ঠীগুলো দ্বারা নিয়ন্ত্রিত।সে বছর একটি যুদ্ধবিরতি হলেও কোনো চুক্তি ছিলো না।সেপ্টেম্বরে লড়াই শুরুর পর থেকে অনেকবার অস্ত্রবিরতি হলেও সেগুলো সব ব্যর্থই হয়েছে।
Important News

Highlight of the week
