Studypress News

জাপান সাম্রাজ্যের পরবর্তী উত্তরসূরি আকিশিনো

10 Nov 2020

জাপানের সিংহাসনের উত্তরসূরি হিসেবে বর্তমান যুবরাজ আকিশিনোর নাম ঘোষণা করা হয়েছে। রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে আকিশিনোর নাম ঘোষণা করা হয় বলে জানিয়েছে বিবিসি। অনুষ্ঠানে ৫৪ বছর বয়সী আকিশিনো বলেছেন, যুবরাজের দায়িত্ব তিনি গুরুত্বের সঙ্গে পালন করেছেন এবং শিগগিরই নতুন দায়িত্ব বুঝে নেবেন।
 
আকিশিনোর বড় ভাই নারুহিতো গত বছর সম্রাট হিসেবে অভিষেক হলেও এত দিন সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করা হয়নি। গত এপ্রিলে জাপানের রাজপ্রাসাদের নতুন সম্রাটের সিংহাসনে আরোহণ উপলক্ষে কিছু রাজকীয় অনুষ্ঠান পালনের কথা ছিল। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল। যদিও অন্যান্য দেশের মতো জাপানে করোনা মহামারী ভয়াবহ রূপ নেয়নি, তবুও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়।