Studypress News

নতুন ১১ প্রাণীর সন্ধান লাউয়াছড়া জাতীয় উদ্যান এ

08 Nov 2020

এশিয়ার অন্যতম বন্যপ্রাণীর আবাসস্থল মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান। এ বন গবেষণার অন্যতম জায়গা। বনের প্রকৃতি ও প্রাণী বিষয়ে দেশ বিদেশের গবেষক বা গবেষকদল কাজ করে থাকে। তেমনিভাবে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ২০১১ সাল থেকে ২০১৭ পর্যন্ত প্রায় ছয় বছর ধরে উভচর ও সরীসৃপ জাতীয় প্রাণীর ওপর একটি গবেষণা সংস্থা গবেষণা চালিয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৮ প্রজাতির সরীসৃপ ও উভচর শ্রেণির প্রাণীর সন্ধান পেয়েছে। তার মধ্য ১১টি নতুন প্রজাতির প্রাণী। যা বাংলাদেশে নতুন।
 
অন্যদিকে এ বনে আগে ছিল এমন ২৩ প্রজাতির সরীসৃপ ও উভচর প্রাণীর অস্তিত্ব নেই বলে জানিয়েছে গবেষকদল। অক্টোবর মাসে আন্তর্জাতিক গবেষণাপত্র চেকলিস্টে এই গবেষণাটি প্রকাশ করা হয়েছে।