Studypress News
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব
04 Nov 2020

আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ৩৭৩ রেটিং নিয়ে নিজের হারানো স্থানে ফিরেছেন এই অলরাউন্ডার। আইসিসির প্রকাশিত তালিকায় সেরা দশে জায়গা করেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার উইলিয়ামস। ২৩৮ রেটিং নিয়ে দশে রয়েছেন এই জিম্বাবুয়ের ক্রিকেটার।এছাড়াও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। ২৭৬ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের পরেই রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। ৩০১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে তিনি। তিনে রয়েছেন আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকস। সেরা পাঁচের মধ্যে রয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার রেটিং ২৭১।২৬৫ রেটিং নিয়ে ছয়ে রয়েছেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম এবং তারপরেই রয়েছেন আফগান ক্রিকেটার রশিদ খান। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আটে রয়েছেন মিচেল স্যান্টনার এবং ২৪৬ রেটিং নিয়ে নয়ে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
Important News

Highlight of the week
