Studypress News

আইএমএফ এর ১৯০ তম সদস্যপদ পেলো অ্যান্ডোরা

27 Oct 2020

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১৯০তম সদস্যপদ পেলো ইতালির অ্যান্ডোরা।
অ্যান্ডোরাকে আইএমএফ সদস্যপদ স্বীকৃতি দিয়ে সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, মহামারির কারণে ইউরোপ এবং আইএমএফ-এর অন্যান্য সদস্য দেশের মতো অ্যান্ডোরাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
করোনা পরবর্তী সময়ে অ্যান্ডোরার অবকাঠামো এবং আর্থ সামাজিক উন্নয়নে আর্থিক সংস্থাটি সহায়তা করবে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ। এপ্রিল ১২, ২০১৬ইং পর্যন্ত ১৮৯টি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আওতাভুক্ত।