Studypress News
ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৭তম স্থানে আছে বাংলাদেশ
25 Oct 2020
ফিফা র্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। গতকাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে আগের মতোই ১৮৭তম স্থানে আছে বাংলাদেশ। এক ধাপ উন্নতি হয়েছে ভারতের। বর্তমানে ভারতের র্যাঙ্কিং ১০৮। ভারতের পর দক্ষিণ এশিয়ায় মালদ্বীপ সবার ওপরে আছে। দ্বীপ দেশটির বর্তমান অবস্থান ১৫৫তে। এরপরই আছে নেপাল। ফিফা র্যাঙ্কিংয়ে ১৭০তম দলটি। এরপরই আছে বাংলাদেশ। এ অঞ্চলের বাকি তিন দলের মধ্যে ভুটান নিশ্বাস ফেলছে বাংলাদেশের ওপর (১৮৯)। পাকিস্তান ও শ্রীলঙ্কা আগের মতোই দুই শর ঘরে ঘোরাফেরা করছে। ঠিক ২০০তম দল পাকিস্তান। ওদিকে শ্রীলঙ্কার অবস্থান ২০৬তম স্থানে।