Studypress News

উষ্ণতা বাড়ছে এভারেস্ট শৃঙ্গের

09 Dec 2015

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউণ্ট এভারেস্ট। গত পঞ্চাশ বছরে এভারেস্টের তাপমাত্রা তো বেড়েই চলছে। একে ঘিরে থাকা হিমবাহগুলিরও আকার কমে গিয়েছে বেশ খানিকটা। হুনান প্রদেশের বিজ্ঞান ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন।

৮,৮৪৮ মিটার উচ্চতা সম্পন্ন এই শৃঙ্গের আয়তনও সঙ্কুচিত হয়েছে। যার ফলে হিমবাহ গলছে। মাউণ্ট কোমোলাঙ্গমা তুষার চিতা সংরক্ষণ কেন্দ্রও তাদের রিপোর্টে একই কথা জানিয়েছে ।তবে আশার কথা হল, এই এলাকায় পরিবেশ ইদানীংকালে আগের তুলনায় দূষণমুক্ত। বেড়েছে অরণ্যের আয়তন। ফলে জীববৈচিত্র্য বেড়েছে। তিব্বতের মালভূমি নিয়ে গবেষণারত সংস্থার মতে, তিববতের মালভূমি হল গোটা বিশ্বের ছাদ। দক্ষিণ-পশ্চিম চীনের তিববতের স্বশাসিত এলাকায় অবস্থিত এই মালভূমি। যেখানে সারা বিশ্বজুড়ে উষ্ণায়ন ও দূষণ মূল সমস্যা। মুশকিলে পড়েছে কোমোলাঙ্গমাসহ গোটা মালভূমিও। হিমবাহের প্রকৃতি বদলাচ্ছে, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। বিজ্ঞানীদের মতে, এই সবকিছুর মূল কারণ যত্রতত্র মানুষের অবাধ গতিবিধি। নয়ের দশক থেকেই যে হারে বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে চলেছে, ফল ভুগতে হচ্ছে কোমোলাঙ্গমা সংলগ্ন হিমবাহগুলিকে।হিমালয় পর্বত ও দক্ষিণ-পশ্চিম তিব্বতের দিকে হিমবাহ গলেছে সব থেকে বেশি। তবে কারাকোরাম ও পশ্চিম কুংলুংয়ে হিমবাহ গলনের পরিমাণ একটু হলেও কম। কারণ বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ।  আশা দেখাচ্ছে, তিব্বতের মালভূমি এলাকার জলাশয়গুলির আয়তন ও সংখ্যা বৃদ্ধি। প্রায় আশি ভাগ জলাশয়ের আয়তন বেড়েছে। ১৯৭০ সালে জলাশয়ের সংখ্যা ছিল ১,০৮১। ২০১০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১.২৩৬। ১৯৯৮ সাল থেকে বেড়েছে অরণ্যের আয়তন। ১৯৯৭ সালে অরণ্যের আয়তন ছিল ৭২ লক্ষ, ৯০ হাজার হেক্টর, ২০১৩ সালে তা এসে দাঁড়িয়েছে ১,৪৭,২০ হাজার কোটি হেক্টরে। বন দপ্তরের সম্পূর্ণ সহযোগিতায় এটি সম্ভব বলে সূত্রের খবর।