Studypress News
গ্লোব বায়োটেকের তিনটি ভ্যাকসিন ট্রায়ালের উপযোগী বলে সম্মতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
18 Oct 2020
বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনার ভ্যাকসিন ‘ব্যানকোভিড’কে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।ওই তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালসের সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের একাধারে তিনটি ভ্যাকসিন ট্রায়ালের উপযোগী বলে সম্মতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন দেশে ২০০টিরও বেশি ভ্যাকসিন নিয়ে কাজ চললেও এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ঢুকেছে ১৩৭টি, যার মধ্যে ৪৬টি মানুষের শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে রয়েছে, বাকি ৯১টি আছে প্রাণীর শরীরে প্রয়োগের পর্যায়ে।গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের ডি৬১৪জি ভেরিয়েন্ট এমআরএনএ, ডিএনএ প্লাসমিড এবং এডিনোভাইরাস টাইপ৫ ভেক্টর নামের তিনটি ভ্যাকসিনের নাম তালিকায় তুলেছে। এ ক্ষেত্রে জানানো হয়, গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যারা এককভাবে তিনটি ভ্যাকসিনের নাম তালিকাভুক্ত করতে পেরেছে।