Studypress News
২০২০ সালে নোবেল পেলেন যারা
13 Oct 2020
অর্থনীতিতে নোবেল দুই মার্কিন গবেষকের
অর্থনীতিতে ২০২০ সালের নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের পল মিলগ্রম এবং রবার্ট উইলসন৷ অকশন থিওরিকে উন্নত করা এবং নতুন অকশন ফরম্যাট উদ্ভাবন করার জন্য এ দুই গুণীকে নোবেল দেওয়া হয়৷
শান্তিতে নোবেল বিশ্ব খাদ্য সংস্থার
শান্তিতে নোবেল জিতেছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ডাব্লিউএফপি৷ করোনা ভাইরাসের সময়ে বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে শক্তিশালী ভূমিকা রাখায় এ পুরস্কার দেওয়া হয় সংস্থাটিকে৷
সাহিত্যে নোবেল পেলেন নারী কবি
সাহিত্যে নোবেল পেয়েছেন অ্যামেরিকান কবি লুইস গ্ল্যুক৷ ইতিহাসে ১৬তম নারী হিসেবে সাহিত্যে নোবেল পেলেন তিনি৷
চিকিৎসায় সফলতা তিনজনের
চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন যুক্তরাষ্ট্রের হার্ভে জে আলটার, চার্লস এম রাইস এবং যুক্তরাজ্যের মাইকেল হাউটন৷ হেপাটাইটিস সি ভাইরাসের চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কারে সম্মানিত করা হয়৷
পদার্থবিদ্যায় জয় জ্যোতির্বিজ্ঞানীদের
এ বছর পদার্থ বিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতেছেন তিন জোতির্বিজ্ঞানী যুক্তরাজ্যের রজার পেনরোজ, জার্মানির রাইনহার্ড গেনসেল ও যুক্তরাষ্ট্রের আন্দ্রেয়া গেস৷ ছায়াপথ ও কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণায় ভূমিকা রাখার জন্য নোবেল দেয়া হয় তাঁদের৷
রসায়নে নোবেল দুই নারীর
রসায়নে ২০২০ সালের নোবেল পুরস্কার জিতলেন দুই নারী গবেষক ফ্রান্সের এমানুয়েল শারপেন্টিয়ের এবং যুক্তরাজ্যের জেনিফার এ ডাউডনা৷ জিনোম এডিটিংয়ের পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল দেয়া হয় এ দু’জনকে৷