Studypress News

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ১.৬ শতাংশ বৃদ্ধি

12 Oct 2020

চলতি ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশ। নভেল করোনাভাইরাসজনিত মহামারির নেতিবাচক প্রভাবে প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এই পূর্বাভাস সরকারের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম।

কোভিড-১৯-এর প্রেক্ষাপটে ভার্চুয়াল বার্ষিক সভা শুরুর আগে আজ ০৮ অক্টোবর ২০২০ প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে বাংলাদেশের প্রবৃদ্ধির বিষয়ে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ বাংলাদেশে ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে ২ শতাংশ। অন্যদিকে, তৈরি পোশাকশিল্পের চাহিদা কমে যাওয়ায় রপ্তানি হ্রাস পেয়েছে ১৮ দশমিক ৫ শতাংশ।
রেমিট্যান্স, উৎপাদন ও নির্মাণ খাতে আয় হ্রাস পাওয়ার ফলে ব্যক্তিগত ভোগ বা খরচ করার প্রবণতা কমে যেতে পারে।
তৈরি পোশাকের চাহিদার পুনরুত্থানে বড় ধরনের অনিশ্চয়তা থাকায় বিনিয়োগ ও রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের চাহিদা স্বাভাবিক হওয়া শুরু করলেও বিষয়টি এখনো নড়বড়ে অবস্থায় রয়েছে।
তেল উৎপাদনকারী পারস্য উপসাগরীয় দেশগুলোতে প্রবাসী কর্মীদের চাহিদা কমে গেলে ২০২১ অর্থবছরে রেমিট্যান্স কমতে পারে।