Studypress News
ফেদেরারের রেকর্ড ছুঁয়ে ফরাসি ওপেন জিতলেন নাদাল
12 Oct 2020
দু’ঘণ্টা ৪৩ মিনিটের লড়াই শেষে হার মানলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। এই নিয়ে ১৩ বার ফরাসি ওপেন জিতলেন রাফায়েল নাদাল। স্পেনীয় তারকার এটি ২০-তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। রজার ফেডেরারও ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। রবিবার জোকারকে ৬-০, ৬-২, ৭-৫-এ হারিয়ে কিংবদন্তি ফেডেরারকে ছুঁয়ে ফেললেন নাদাল।
ফরাসি ওপেনের ফাইনালে লড়াইটা ছিল এক এবং দুইয়ের মধ্যে। ক্লে কোর্টে ১০০-তম ম্যাচ জিতে নাদাল বুঝিয়ে দিলেন কেন তাঁকে এই কোর্টে সেরা বলা হয়। জোকোভিচ কিছু বুঝে ওঠার আগেই প্রথম সেট জিতে নেন নাদাল। প্রথম সেট জিততে ৪৫ মিনিট সময় নেন তিনি