Studypress News

সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইস গ্লুক

12 Oct 2020

এ বছর সাহিত্যে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের নারী কবি লুইস গ্লুক।

গ্লুকের সবচেয়ে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে তার ১২টি কবিতার বই। শুধু তাই নয়, রয়েছে সাহিত্যের ওপর বেশকিছু জনপ্রিয় প্রবন্ধ। নোবেল কমিটির পক্ষ এই পুরস্কার ঘোষণার অনুষ্ঠান থেকে বলা হয়েছে, গ্লুকের সব সৃষ্টিতেই রয়েছে স্পষ্টবাদীতা। কখনও সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়নি তার লেখায়। ছোটবেলা থেকে পারিবারিক জীবন এবং বাবা-মা আর ভাইবোনের সঙ্গে চমৎকার সম্পর্ক ছিল গ্লুকের। সেই বিষয়গুলিকে সর্বজনীন করে তুলেছিলেন তিনি। মিথ ও শাস্ত্রীয় মোটিফ থেকে প্রেরণা নিয়ে বিশ্বজনীন হওয়ার আপ্রাণ চেষ্টা ছিল তার প্রতিটি লেখায়।

উল্লেখ্য, ২০১৯ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন অস্ট্রিয়ান লেখক পিটার হান্দক। এ বছর ২০১৯ সালের বিজয়ীর পাশাপাশি ২০১৮ সালের  স্থগিত রাখা নোবেলজয়ীর নাম ঘোষণা করা হয়। বিজয়ীয় নামও। ওই বছরের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন পোলিশ লেখক ওলগা তোকারজুক।