Studypress News
বাংলাদেশের জিডিপিতে চলতি ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি ১.৬ শতাংশ
12 Oct 2020
বাংলাদেশের জিডিপিতে চলতি ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি ১.৬ শতাংশ হবে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে।এতে আরও বলা হয়, ২০১৯-২০ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি দুই শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া ইকনোমিক ফোকাস রিপোর্টে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৪ শতাংশ।
বিশ্ব ব্যাংক বলছে, চলতি অর্থবছরে দক্ষিণ এশীয় অঞ্চলে জিডিপি প্রবৃদ্ধি ৭.৭ শতাংশ সঙ্কুচিত হয়ে পড়তে পারে, যেখানে গত পাঁচ বছর ধরে প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ওপরে ছিল।
২০১৮-১৯ অর্থবছরে ৮.১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা বাংলাদেশ ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৮.২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে থাকতে পারে মালদ্বীপ। চলতি অর্থবছরে তাদের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৯.৫ শতাংশ।
এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারত। চলতি অর্থবছর তাদের প্রবৃদ্ধি হতে পারে ঋণাত্মক ৯.৬ শতাংশ। তবে এর পরের অর্থবছরে তা বেড়ে হতে পারে ৫.৪ শতাংশ।