Studypress News

চলতি অর্থবছরের টানা তিন মাস দেশের রপ্তানি আয় বেড়েছে

07 Oct 2020

২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর, তিন মাসে বাংলাদেশ থেকে ৯৯০ কোটি ডলারের বিভিন্ন পণ্য রপ্তানি হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ এবং লক্ষ্যমাত্রার তুলনায় ২ দশমিক ৪৫ শতাংশ বেশি। সেপ্টেম্বর মাসে গত বছরের সেপ্টেম্বরের চেয়ে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ৩ শতাংশ এবং লক্ষ্যমাত্রার চেয়ে প্রবৃদ্ধি ৫ দশমিক ৯২ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি’র তথ্যমতে, সেপ্টেম্বর মাসে ৩০১ কোটি ৮৭ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২৮৫ কোটি ডলার। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি আয় হয়েছিল ২৯১ কোটি ৫৮ লাখ ডলার।
 
রপ্তানির তথ্যে দেখা যায়, জুলাই-সেপ্টেম্বর সময়ে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ১ শতাংশের মতো। এখানে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ২ শতাংশের বেশি। জুলাই- সেপ্টেম্বর তিনমাসে ৮০৫ কোটি ৭৫ লাখ ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে পোশাক রপ্তানি হয়েছে ৮১২ কোটি ৬৪ লাখ ডলারের। গত বছরের একই সময়ে পোশাকের রপ্তানি ছিল ৭৯৬ কোটি ডলার।